ঝিনাইদহে ফসলের সাথে এ কেমন শত্রুতা!

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ০১:৩৮ পিএম

লাউগাছ। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

লাউগাছ। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার আলতাফ মিয়া নামে এক কৃষকের এক বিঘা জমির লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। 

গত শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতের কোনো এক সময়ে উত্তর কাস্টসাগরা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

আলতাফ মিয়া ঝিনাইদহ সদর উপজেলার ভূপতিপুর গ্রামের বাসিন্দা। 

আলতাফ জানান, পার্শবর্তী উত্তর কাস্টসাগরা গ্রামের মাঠে এক বিঘা জমি লীজ নিয়ে দেড় মাস আগে লাউগাছ লাগিয়েছিলেন। গত সপ্তাহে কিছু লাউ বিক্রি করেছেন। শুক্রবার সকালে আবারো লাউ তুলতে গিয়ে দেখতে পান তার জমির সব লাউ গাছ কাটা। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ প্রতিবেশিরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছেন আলতাফ।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, লাউগাছ কাটার ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh