চট্টগ্রামে মিছিল থেকে জামায়াতের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ০৩:২৫ পিএম | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২, ০৩:২৮ পিএম

বন্দর নগরীতে জামায়াতের মিছিল। ছবি: চট্টগ্রাম প্রতিনিধি

বন্দর নগরীতে জামায়াতের মিছিল। ছবি: চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে জামায়াতের মিছিল থেকে ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে পাঁচলাইশ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। তবে তাদের নাম-ঠিকানা জানায়নি পুলিশ।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন বলেন, শুল্কবহর এলাকা থেকে মিছিলটি বের করে জামায়াত। সেখানে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে ৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়া মিছিলে অংশ নেওয়া জামাত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।  

শুল্কবহর মাদ্রাসার সামনে থেকে শুরু হওয়া মিছিলে নেতৃত্ব দেন নগর জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ শাহজাহান। এতে দলের সিনিয়র নায়েবে আমির নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ নেতাকর্মীরা অংশ নেন।

দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাসহ ১০ দফা দাবি আদায়ে দেশব্যাপী বিএনপির সঙ্গে যুগপৎ গণআন্দোলনে নেমেছে জামায়াত। যার অংশ হিসেবে আজ শনিবার দেশের বিভাগীয় ও জেলায় শহরগুলোতে গণমিছিলের ঘোষণা দেয় দলটির আমির। একই দাবিতে বিএনপিও গণমিছিল কর্মসূচি পালন করছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh