স্ত্রীর মৃত্যুর একদিন পর স্বামীর মরদেহ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ০৪:২৩ পিএম

ব্যাংক কর্মকর্তা সালাউদ্দিন কাদের ও তার স্ত্রী মঞ্জুরী পারভীন। ছবি: রাজশাহী প্রতিনিধি

ব্যাংক কর্মকর্তা সালাউদ্দিন কাদের ও তার স্ত্রী মঞ্জুরী পারভীন। ছবি: রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সংলগ্ন পদ্মা নদীতে ডুবে স্ত্রীর মৃত্যুর একদিন পর উদ্ধার হলো ব্যাংক কর্মকর্তা সালাউদ্দিন কাদেরের (৩২) মরদেহ।

আজ শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।

সালাউদ্দীন গোদাগাড়ী পৌর এলাকার শ্রীমন্তপুর গ্রামের বাদরুদ্দীনের ছেলে। 

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, উদ্ধারের পরে সালাউদ্দিনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের নির্দেশনায় হাজারি (অনেকগুলো বরশি এক সাথে বাঁধা) বরশি দিয়ে তার মরদেহ পদ্মা নদী থেকে তোলা হয়।

জানা গেছে, শুক্রবার সকালে সালাউদ্দীন তার স্ত্রী ও সন্তান নিয়ে পদ্মা নদীর চরে (চাঁপাইনবাবগঞ্জ এলাকার বালিগ্রাম) পিকনিক করতে যান।

দুপুর সাড়ে ১২ টার দিকে স্বামী-স্ত্রী নদীতে গোসল করতে নেমে পানির স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। বিকেল ৪ টার দিকে তার স্ত্রী মঞ্জুরী পারভীনকে (২৮) উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এদিকে শনিবার সকাল থেকে নদীতে আবার অভিযান পরিচালনা করে সালাউদ্দীনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh