ডেঙ্গুতে আরো দুই মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ০৮:২৭ পিএম

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। ছবি: সংগৃহীত

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। ছবি: সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরো ৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০১ জনে। এসময় ডেঙ্গুতে নতুন করে আরো দুই জনের মৃত্যু হয়েছে। এ বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ২৭৬ জন। 

আজ শনিবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৫৯ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন। সবমিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৫৯ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছে ৩০ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১ হাজার ৯৭২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬১ হাজার ১৯৫ জন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh