আফগানিস্তানে এনজিওতে নারী কর্মী নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ০১:০২ এএম | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২, ০১:০৫ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তালেবান-নিয়ন্ত্রিত আফগানিস্তানে সব স্থানীয় এবং বিদেশি বেসরকারি সংস্থাকে (এনজিও) নারী কর্মীদের কাজে নিষিদ্ধ করেছে দেশটির প্রশাসন।

সরকারের অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল রহমান হাবিব তালেবানের নির্দেশনার চিঠির সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত সপ্তাহে তালেবানের প্রশাসন আফগান বিশ্ববিদ্যালয়গুলোর দ্বার নারী শিক্ষার্থীদের জন্য বন্ধ ঘোষণার পর এনজিওতে কর্মরত নারীদের বিষয়ে নতুন এই নিষেধাজ্ঞা জারি করলো।

অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুলরহমান হাবিব জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারীরা কাজে যোগ দিতে পারবেন না, কেননা তাদের কেউ কেউ নারীদের জন্য ইসলামিক ড্রেসকোডের প্রশাসনিক ব্যাখ্যা মেনে চলেননি।

ক্ষমতায় আসার পর নারীদের অধিকার ও স্বাধীনতা হরণে এটি তালেবানের সর্বশেষ পদক্ষেপ।

এর আগে, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে নারীদের উচ্চশিক্ষা নিষিদ্ধ করে তালেবান। গত বুধবার ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে গেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেননি।

এদিকে তালেবানের এ আদেশের বিরুদ্ধে গত বৃহস্পতিবার দেশটির রাজধানী কাবুলে বিক্ষোভ করেছেন কয়েক ডজন নারী।

এই নির্দেশের ঘটনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি মুসলিম দেশ নিন্দা জানিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh