ইউক্রেনে শস্য উৎপাদন কমছে ৪০ শতাংশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ০৩:২১ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনে রুশ হামলার কারণে বছরে দেশটির শস্য উৎপাদন ৪০ শতাংশ কমছে। গত শুক্রবার (২৩ ডিসেম্বর) ইউক্রেনিয়ান গ্রেইন অ্যাসোসিয়েশনের প্রধান সের্গেই ইভাশচেঙ্কো এ কথা জানান।

সের্গেই ইভাশচেঙ্কো বলেন, ‘আমরা চলতি বছরের শেষ নাগাদ ৬৫ থেকে ৬৬ মিলিয়ন টন শস্য উৎপাদন আশা করছি। যদিও এর আগের বছর রেকর্ড ১০ কোটি ৬০ লাখ টন শস্য উৎপাদিত হয়েছিল।’

ইভাশচেঙ্কো বলেছেন, এর মূল কারণ যুদ্ধ। এর কারণে জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং বীজবপন বাধাগ্রস্ত হয়েছে।  

ইউক্রেন বিশ্বের অন্যতম শস্য উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ। ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার পর শস্য চালান বন্ধ হয়ে যায় এবং ইউক্রেনের বন্দরে ২০ মিলিয়ন টন খাদ্যশস্য আটকা পড়ে।

এ কারণে কৃষকরা প্রয়োজনীয় অর্থ পায়নি যা দিয়ে তারা সার কিনতে পারবে।

ইভাশচেঙ্কো আরো বলেন, ‘অনেক এলাকা অবরুদ্ধ। জমিতে যুদ্ধ চলছে। অবকাঠামো ধ্বংস হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘আমরা সাধারণত ২৫ মিলিয়ন হেক্টর জমিতে শস্য উৎপাদন করি। চলতি বছর ১৮ থেকে ১৯ মিলিয়ন হেক্টর জমিতে শস্য উৎপাদন করা হয়েছে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh