খুদে ব্লগারদের জন্য টুইটারে নতুন ফিচার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ০৯:৫৭ এএম

টুইটার। ছবি: সংগৃহীত

টুইটার। ছবি: সংগৃহীত

টুইটার ব্যবহারকারীরা এখন থেকে ৬০ মিনিট দৈর্ঘ্যের ভিডিও প্রকাশ (আপলোড) করতে পারবেন। 

সম্প্রতি ১০৮০ পিক্সেল রেজল্যুশনের ২ গিগাবাইট আকারের ভিডিও আপলোডের সুবিধা চালুর ঘোষণা দেয় টুইটার।

প্রতিষ্ঠানটির দায়িত্ব নেওয়ার পর থেকেই ইলন মাস্ক প্রতিশ্রুতি দিচ্ছিলেন, ভিডিও নির্মাতাদের জন্য টুইটারকে আরও বেশি আকর্ষণীয় করতে কাজ চলছে। সেই ধারায় এ ঘোষণা এল।

এর আগে ব্লু টিকধারী টুইটার গ্রাহকেরা এতে ১০ মিনিট দৈর্ঘ্যের ১০৮০ পিক্সেল রেজল্যুশনের ৫১২ মেগাবাইট আকারের ভিডিও আপ করতে পারতেন। তবে ডেস্কটপ ছাড়া আইওএস বা অ্যান্ড্রয়েড থেকে যারা ভিডিও দেবেন, তারা নতুন সুবিধা পাবেন না। অর্থাৎ, তাঁরা ৬০ মিনিট দৈর্ঘ্যের ভিডিও প্রকাশ করতে পারবেন না। আর যারা টুইটারের ব্লু সাবস্ক্রাইবার নন, তারা আগের মতো ৪ মিনিট দৈর্ঘ্যের ভিডিও আপলোডের সুবিধা পাবেন।

টুইটার বলেছে, তারা বিতরণের জন্য ভিডিওর গুণগত মান উন্নয়নের বিষয়টি বিবেচনা করবে। দীর্ঘ ভিডিও আপলোডের সুবিধা চালুর পাশাপাশি গ্রাহকেরা কোনো পোস্টে রিপ্লাই দেওয়ার ক্ষেত্রেও অগ্রাধিকার পাবেন। অর্থাৎ আপনার পেইড অ্যাকাউন্ট থেকে করা রিপ্লাইটি অন্যান্য রিপ্লাই থেকে আগে দেখাবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh