গণভবনে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ০২:০১ পিএম

গণভবনে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

গণভবনে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

টানা দশমবারের মতো আওয়ামী লীগ সভাপতির দায়িত্ব পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আজ রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে গণভবনে দলের নতুন নেতৃত্ব ও জেলার নেতাদের সাথে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীরাও গণভবনে উপস্থিত ছিলেন।

এসময় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আপনারা আবারো আমাকে নির্বাচিত করেছেন। এই এতোবার আমার মনে হয় একটা পার্টির দায়িত্বে থাকা ঠিক না। তারপরও এখন যেহেতু সারা বিশ্বব্যাপী একটা দুঃসময়... বিশ্বব্যাপী দুঃসময়ের জন্যই আমি হয়তো মানা করিনি, কিন্তু আমার বয়স হয়েছে এটা মনে রাখতে হবে। কিন্তু সংগঠনটা যেন ঠিক থাকে চলতে থাকে সেই ব্যবস্থাটা করতে হবে।

গণভবনে নেতাকর্মীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, আপনারা কষ্ট করে এসেছেন গণভবনে, এই ভবন আপনাদেরই ভবন। এই নাম আব্বা দিয়েছেন গণভবন, কারণ এটা জনগণেরই ভবন।

এর আগে, রবিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নবনির্বাচিত নেতারা। এ সময় আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় দলের সাধারণ সম্পাদক হওয়া ওবায়দুল কাদেরসহ নবনির্বাচিত নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, গতকাল শনিবার বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এই অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন দলটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh