পাবনায় বড়দিন উদযাপিত

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ০৬:৫৩ পিএম

খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উদযাপন। ছবি: পাবনা প্রতিনিধি

খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উদযাপন। ছবি: পাবনা প্রতিনিধি

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর নানা আয়োজনে পাবনায় পালিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’। 

আজ রবিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উদযাপন উপলক্ষে পাবনার সকল গির্জায় আলোকসজ্জা করা হয়। বাড়িতে বাড়িতে ক্রিসমার্স ট্রি সাজানো, গোশালা তৈরি, পিঠা তৈরিসহ নানা আয়োজনে খ্রিস্টান বাড়িগুলো হয়ে উঠে উৎসব মুখর। 

পাবনা ব্যাপ্টিস্ট চার্চে রবিবার (২৫ ডিসেম্বর) সকাল  সাড়ে নয়টায় অনুষ্ঠিত হয় বড়দিনের বিশেষ প্রার্থনা। প্রার্থনা পরিচালনা করেন  ব্যাপ্টিস্ট চার্চের পালক মি. ইসাহাক সরকার। প্রার্থনায় দেশের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করা হয়। প্রার্থনা শেষে বড়দিনের কেক কাটা হয়। শান্তিপূর্ণ পরিবেশে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যাতে বড়দিন উদযাপন করতে পারে, সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh