রোহিঙ্গা বহনকারী সেই নৌকা যেখানে ভিড়ল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ১০:২৪ পিএম | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২, ১০:৩২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রায় এক মাস ধরে সাগরে ভেসে থাকার পর ৫৮ রোহিঙ্গাকে বহনকারী একটি নৌকা ইন্দোনেশিয়ার একটি দ্বীপে ভিড়েছে।

আজ রবিবার (২৫ ডিসেম্বর) দেশটির আচেহ প্রদেশের বেসার জেলায় নৌকাটি ভিড়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় পুলিশের প্রধান রোলি ইয়ুইযা বলেন, ভোরের দিকে জেলেদের গ্রাম লাদংয়ের ইন্দ্রাপাত্রা সৈকতে ৫৮ জনের একটি দল এসে পৌঁছে। 

তিনি বলেন, গ্রামবাসীরা কর্তৃপক্ষকে রোহিঙ্গাদের আসার খবর জানায়। পরে তারা ভাঙাচোরা নৌকাটি থেকে রোহিঙ্গাদের নামতে সাহায্য করেন।  

তিনি আরো বলেন, নৌকায় ভেসে আসা রোহিঙ্গাদের দেখতে বেশ ক্ষুধার্ত মনে হচ্ছিল।

তারা পানিশূন্যতায় ভুগছিল। সাগরে দীর্ঘদিন এভাবে ভেসে থেকে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।

রোলি ইয়ুইযা জানান, গ্রামবাসীরা এই রোহিঙ্গাদের খাদ্য, পানি এবং প্রয়োজনীয় জিনিস দিয়ে সাহায্য করেছেন। তারা ইমিগ্রেশনের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করছেন।  

তিনি জানান, কমপক্ষে তিনজনকে স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অনেককেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত শুক্রবার জাতিসংঘ জানায়, ১৯০ জন রোহিঙ্গা শরণার্থীকে বহনকারী একটি ছোট নৌকা আন্দামান সাগরে ভাসছে।

তাদের উদ্ধারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানায় সংস্থাটি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh