রসিক নির্বাচন: কয়েকটি কেন্দ্রে দেরিতে শুরু ভোটগ্রহণ

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ১০:০৮ এএম

ইভিএম ত্রুটির কারণে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার ভোট দিতে ৩০ মিনিট দেরি। ছবি: সংগৃহীত

ইভিএম ত্রুটির কারণে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার ভোট দিতে ৩০ মিনিট দেরি। ছবি: সংগৃহীত

ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) জটিলতায় রংপুর সিটি নির্বাচনের কয়েকটি কেন্দ্রে ৩০ মিনিট দেরিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলে তা বিলম্ব হয়।

এদিকে ইভিএম জটিলতায় প্রথম দফা ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দফায় ভোট দেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রসিক নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৯ জন। আর সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে নির্বাচন সুষ্ঠু করতে সবগুলো কেন্দ্র থাকছে সিসিটিভি ক্যামেরার আওতায়। যেকোনো মূল্যে এই ভোট অবাধ ও নিরপেক্ষ করতে চায় কমিশন। ২২৯টি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসারসহ থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় চার হাজার সদস্য।

এদিকে সিটি নির্বাচন উপলক্ষে রংপুরে নির্বাচনী এলাকায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

রসিক নির্বাচনে মোট ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন ভোটারের মধ্যে ২ লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে নেওয়া হচ্ছে ভোট।

প্রসঙ্গত, সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরুর পর তৃতীয়বারের মতো নির্বাচন হচ্ছে রংপুরে। নগরজুড়ে এখন তাই ভোটের আমেজ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh