৫৭ বসন্তে পা দিলেন সুপার স্টার সালমান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ১০:৫৭ এএম | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২, ১২:৫০ পিএম

অভিনেতা সালমান খান। ছবি: সংগৃহীত

অভিনেতা সালমান খান। ছবি: সংগৃহীত

বলিউডের ভাইজান খ্যাত সুপার স্টার অভিনেতা সালমান খান। সালমান খানের প্রকৃত নাম আব্দুল রশিদ সেলিম সালমান খান। তার তার বাবা সেলিম খান একজন প্রখ্যাত চিত্রনাট্যকার। আর তার মায়ের নাম সালমা খান। আজ ৫৭ বসন্তে পা দিলেন তিনি।

বরাবরের মতো এবারেও মহাসমারোহে উদযাপন করা হচ্ছে ভাইজানের বার্থ ডে। একইসাথে তাঁর জন্মদিন নিয়ে উচ্ছ্বসিত ভক্তরাও।  

১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর এই দিনে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন তিনি।

১৯৮৮ সালে রেখা আর ফারুক শেখ অভিনীত ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সালমান খানের। তবে কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা হিসেবে ১৯৮৯ সালে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমা নিয়ে হাজির হন তিনি।

‘বিবি হো তো অ্যায়সি’র দৃশ্যে সালমান খান প্রথম সিনেমাতেই বাজিমাৎ করেন সাল্লু। এ সিনেমায় নিজের দক্ষতা দেখিয়ে ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ নবাগতর পুরস্কার লাভ করেন তিনি।

এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি সালমান খানকে। তারকাদের ছাড়িয়ে হয়েছেন মহাতারকা।

দীর্ঘ অভিনয় জীবনে তিনি বহু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। এরমধ্যে- সাজান, হাম আপকে হ্যায় কৌন, কারণ অর্জুন, বিবি নাম্বার ওয়ান, হাম দিল দে চুকে সানাম, তেরে নাম, পার্টনার, বডি গার্ড, দাবাং, রেডি, বজরঙ্গি ভাইজান, সুলতান, ভারত প্রভৃতি উল্লেখযোগ্য।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh