যেভাবে ইনস্টাগ্রামে নিরাপদে বার্তা পাঠাবেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ১১:২২ এএম

ইনস্টাগ্রাম। ছবি: সংগৃহীত

ইনস্টাগ্রাম। ছবি: সংগৃহীত

ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও বিনিময়ের সাথে সাথে বার্তাও বিনিময় করেন অনেকে। ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজ অপশনের এন্ড-টু-এন্ড এনক্রিপশন–সুবিধা কাজে লাগিয়ে চাইলেই নির্দিষ্ট ব্যক্তিকে নিরাপদে বার্তা পাঠানো যায়।

এনক্রিপশন–সুবিধায় পাঠানো বার্তায় বিশেষ সংকেত (কোড) যুক্ত করে প্রাপকের কাছে পাঠিয়ে থাকে ইনস্টাগ্রাম। প্রাপকের কাছে পৌঁছানোর পর কোডযুক্ত বার্তাকে আবার সাধারণ বার্তায় পরিণত করা হয়। 

ফলে এতে নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ বার্তায় থাকা তথ্য জানতে পারবেন না। এতে নিরাপদে বার্তা বিনিময় করা যায়।

এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালুর পদ্ধতি:

এন্ড-টু-এন্ড এনক্রিপশন–সুবিধা চালুর জন্য প্রথমে ইনস্টাগ্রামের নিউজফিডের ওপরের ডানদিকে থাকা মেসেঞ্জার বাটন ট্যাপ করতে হবে। এবার বার্তা লেখার জন্য ডান পাশে থাকা প্লাস আইকনে ক্লিক করে লক আইকনে ‘স্টার্ট এন্ড টু এন্ড এনক্রিপটেড চ্যাট’ নির্বাচন করতে হবে। এবার যে ব্যক্তির সাথে চ্যাট করতে চান সেই অ্যাকাউন্ট নির্বাচন করলেই চ্যাট অপশনে এন্ড-টু-এন্ড এনক্রিপশন–সুবিধা চালু হবে। অন্য ব্যক্তির সাথে চ্যাট করার সময় একই পদ্ধতিতে সেই ব্যক্তির অ্যাকাউন্ট নির্বাচন করতে হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh