ফিলিপাইনে বন্যায় প্রাণ হারালেন ১৩ বাসিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ১১:৫৯ এএম

বন্যার পানিতে সড়কগুলো প্লাবিত হয়েছে। ছবি: রয়টার্স

বন্যার পানিতে সড়কগুলো প্লাবিত হয়েছে। ছবি: রয়টার্স

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বন্যায় এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টির কারণে এ দুর্যোগের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। বন্যা কবলিত এলাকার ২৩ বাসিন্দা ২৩ জন নিখোঁজ রয়েছেন। 

আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনের দুর্যোগ সংস্থা জানিয়েছে, দুই দিনের ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক এ বন্যায় দেখা দিয়েছে। এতে বড়দিনের উদযাপনও ব্যাহত হয়েছে। এসময় ৪৫ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, কোস্টগার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কোমর সমান পানিতে নেমে বন্যাকবলিতদের উদ্ধার করছেন। সড়কগুলো বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

মিসামিস অক্সিডেন্টাল প্রদেশের ক্লারিন শহরের দুর্যোগ সংস্থার প্রধান কারমেলিটো হেরাই ডিজেডবিবি রেডিও স্টেশনকে বলেছেন, উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh