রসিক নির্বাচন: সিসিটিভি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করছেন ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ১২:১০ পিএম

সিসিটিভি ক্যামেরার মাধ্যমে রংপুর সিটির ভোট পর্যবেক্ষণ করছেন ইসি। ছবি: সংগৃহীত

সিসিটিভি ক্যামেরার মাধ্যমে রংপুর সিটির ভোট পর্যবেক্ষণ করছেন ইসি। ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয় থেকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল ও অন্যান্য কমিশনাররা সিসিটিভি ক্যামেরার মনিটরিংয়ের মাধ্যমে রংপুর সিটি করপোরেশনের ভোট পর্যবেক্ষণ করছে।

উল্লেখ্য, আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সাড়ে ৮টায় রংপুর সিটির ভোটগ্রহণ শুরু হয়। এই ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এদিকে ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পর আজ সকালে সিইসি সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত পাওয়া তথ্যচিত্রে ধীরগতির ভোটের কোনো তথ্য দেখতে পায়নি। এছাড়া সিসিটিভি মনিটরিং থেকে এখন পর্যন্ত কোনো কেন্দ্রে ভোট বন্ধ করার মতো পরিস্থিতি আমরা দেখতে পাইনি।

তিনি আরো বলেন, তথ্যচিত্র দেখে মনে হচ্ছে এখন পর্যন্ত ভোট উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

জানা গেছে, এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে চলছে ভোট গ্রহণ।

এবার রসিকের ৩৩টি ওয়ার্ডের দুই লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

এদিকে সিটি নির্বাচন উপলক্ষে রংপুরে নির্বাচনী এলাকায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh