এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের পাঁচ হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ১২:৩১ পিএম

মুসলমানদের একে ওপরের প্রতি কিছু অধিকার আছে। ছবি: সংগৃহীত

মুসলমানদের একে ওপরের প্রতি কিছু অধিকার আছে। ছবি: সংগৃহীত

মানুষ সমাজবদ্ধ জীব। সমাজ জীবনে চলতে গেলে প্রতিনিয়তই পরস্পরের সাথে দেখা-সাক্ষাৎ হয়ে থাকে। পরস্পরের খোঁজ খবর নেওয়া, বিপদ আপদে পাশে থাকা, সৎ উপদেশ দেওয়া সবারই কর্তব্য। তেমনি মুসলমানদের একে ওপরের প্রতি কিছু অধিকারও আছে।

আমাদের প্রিয় নবি হযরত মুহাম্মদ (স.) ছোট্ট একটি হাদিসে এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের দায়িত্ব তুলে ধরেছেন। পরস্পরের সাথে আচার-আচরণ সম্পর্কে হাদিসের সুস্পষ্ট দিকনির্দশনা দেওয়া হয়েছে।

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন (এক) মুসলমানের ওপর (অপর) মুসলমানের পাঁচটি হক রয়েছে। আর তাহলো-

১. সালাম দিলে সালামের উত্তর দেওয়া।

২. কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া।

৩. কেউ মুত্যুবরণ করলে তার জানাজার নামাজে শরিক হওয়া।

৪. কেউ দাওয়াত দিলে তা গ্রহণ করা।

৫. কেউ হাঁচি দিলে তার উত্তর দেওয়া। (বুখারি ও মুসলিম)

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh