নরসিংদীতে আনসার ক্যাম্প থেকে অস্ত্র-গুলি লুট

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ১২:৫৩ পিএম

নরসিংদীতে দুই আনসার সদস্যের কাছ থেকে দুইটি শটগান ছিনিয়ে নিয়ে গেচে এক ডাকাত দল। ছবি: সংগৃহীত

নরসিংদীতে দুই আনসার সদস্যের কাছ থেকে দুইটি শটগান ছিনিয়ে নিয়ে গেচে এক ডাকাত দল। ছবি: সংগৃহীত

নরসিংদীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় থেকে দুইটি শটগান ও ১০ রাউন্ড গুলি লুট হয়েছে। 

আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত দেড়টার দিকে বড় বাজারে অবস্থিত আনসার ক্যাম্প থেকে এই লুটের ঘটনাটি ঘটে। এসময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

নরসিংদী জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ সাজ্জাদ হোসেন সেলিম এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, নরসিংদী বড় বাজারে অবস্থিত আনসার ক্যাম্পের ফাঁড়িতে আজ রাতে চারজন আনসার সদস্য কর্মরত ছিলেন। রাত ১টা ৩০ মিনিটের দিকে একটি ডাকাত দল তাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এই দলে  ১৫ থেকে ২০ জন ডাকাত সদস্য ছিলেন। তারা হাড়িয়াধোয়া নদীর পাশ থেকে অতর্কিত হামলা চালান। 

তিনি আরো বলেন, কিছু বুঝে ওঠার আগেই কর্মরত চার আনসার সদস্যের মধ্যে দুইজনের কাছ থেকে দুইটি শটগান ও ১০ রাউন্ড গুলি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। 

এ বিষয়ে আনসারের পক্ষ থেকে ইতোমধ্যে পুলিশকে জানানো হয়েছে বলে জানিয়েছেন সহকারী জেলা কমান্ড্যান্ট। 

এ ঘটনার পর নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

তবে এ বিষয়ে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানা গেছে। 

নরসিংদী আনসার ক্যাম্পের জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ বলেন, প্রশাসনের সাথে কথা হয়েছে। তারা তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh