রসিক নির্বাচন

প্রথম সাড়ে ৩ ঘণ্টায় ভোট পড়ল মাত্র ১০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ০২:৪০ পিএম | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২, ০২:৪২ পিএম

রসিক নির্বাচনের ভোটগ্রহণ পর্যবেক্ষণ করছে ইসি। ছবি: সংগৃহীত

রসিক নির্বাচনের ভোটগ্রহণ পর্যবেক্ষণ করছে ইসি। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার আনিছুর রহমান জানিয়েছেন, রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে সাড়ে তিন ঘণ্টায় ১০ শতাংশ ভোট পড়েছে।

আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ কক্ষে বসে এ কথা জানান তিনি।

প্রসঙ্গত, আজ সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। শীত উপেক্ষা করে রংপুরে সকাল থেকে কেন্দ্রে যান ভোটাররা। সবগুলো কেন্দ্রে ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে)।

সূত্র জানায়, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ২২৯টি কেন্দ্রের মধ্যে এক হাজার ৮০৭টিতে সিসিটিভি ক্যামেরা বসিয়েছে নির্বাচন কমিশন। তবে গাইবান্ধা-৫ উপনির্বাচনের ভোটে সাংবাদিকরা মনিটরিং রুমে অবাধে প্রবেশ করতে পারলেও এবার তাদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করছে আউয়াল কমিশন।

এবার রসিক নির্বাচন দুই লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিকে সিটি নির্বাচন উপলক্ষে রংপুরে নির্বাচনী এলাকায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিন সিসিটিভি পর্যবেক্ষণ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। ভোটারদের উপস্থিতি আমাদের মতে সন্তোষজনক।

পরে ইসি আনিছুর রহমান জানান, ১২টা নাগাদ ১০ শতাংশ ভোট গণনা হয়েছে। ১৭টি কেন্দ্রে ইভিএমে যান্ত্রিক ত্রুটির খবর পাওয়া গেছে জানিয়ে এই কমিশনার বলেন, তাৎক্ষণিক সমাধান করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh