রাসিক নির্বাচন: নিজ কেন্দ্রে হারলেন আ.লীগ প্রার্থী

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ০৯:২৪ পিএম

হোসনে আরা লুৎফা ডালিয়া: ফাইল ছবি

হোসনে আরা লুৎফা ডালিয়া: ফাইল ছবি

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে (রাসিক) নিজ কেন্দ্রে প্রাপ্ত ভোটের ফলাফলে হেরে গেছেন আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তার প্রাপ্ত ভোট ৯২। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙ্গল প্রতীকে পেয়েছে ১৬৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন হাতী প্রতীকে পেয়েছেন ১৪৪ ভোট।

আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শাহ আলম এ তথ্য জানিয়েছেন।

এদিকে যেসব কেন্দ্রে ভোট গণনা শেষ হয়েছে, এমন ৮০ কেন্দ্রের ফলাফল জানা গেছে।

২৭ কেন্দ্রে লাঙ্গল প্রতীকে তিনি পেয়েছেন ১৬৮৪৬ ভোট। আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ২৩৯৩ ভোট।

নির্বাচন কর্মকর্তা আফতাব হোসেন মঙ্গলবার রাত ৭টার দিকে এ তথ্য জানিয়েছেন।

এ নির্বাচনে ৯ মেয়র প্রার্থীসহ মোট ২৬০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৩৩ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী ১৮৩ জন এবং ১১ সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদপ্রার্থী ৬৮ জন। মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের হোসনে আরা লুৎফা ডালিয়া (নৌকা), জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল (হাতপাখা), বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান (ডাব), খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল (দেয়াল ঘড়ি), জাসদের শাফিয়ার রহমান (মশাল), জাকের পার্টির খোরশেদ আলাম (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন (হাতি) ও মেহেদী হাসান বনি (হরিণ)।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh