মেট্রোরেল নিয়ে গান গাইলেন মমতাজ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ০১:০৬ পিএম

সংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। ছবি: সংগৃহীত

মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে মেট্রোরেল নিয়ে একটি গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। 

অবশেষে বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধন হলো আজ বুধবার (২৮ ডিসেম্বর)। এদিন বেলা ১১টার দিকে রাজধানীর দিয়াবাড়ী থেকে মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় স্বপ্নের মেট্রোরেলের শুভযাত্রা, শেখ হাসিনার সফলতায় বাংলাদেশে আজ অনন্য উচ্চতা’, এমন কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাশ। কিছুদিন আগেই রেকর্ডিং সম্পন্ন হয়েছে গানটির।

গানটি সম্পর্কে গায়িকা মমতাজ বলেন, বাংলাদেশের বুকে মেট্রোরেল চলবে, এটা ভেবেই দারুণ আনন্দ লাগছে। নতুন এক অধ্যায়ে প্রবেশ করছি আমরা। আর এই স্বপ্নের মেট্রোরেল নিয়ে থিম সংয়ে কণ্ঠ দেয়ার মাধ্যমে ইতিহাসের অংশ হতে পেরেছি।

এই গায়িকা আরো বলেন, গানটিতে মেট্রোরেল ও উন্নয়নের জয়গান তুলে ধরা হয়েছে। আমরা বিশ্বাস, শ্রোতাদের কাছে ভালো লাগবে গানটি।

প্রসঙ্গত, এটুআই-এর হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার কারিগরি সহযোগিতায় নির্মাণ করা হয়েছে গানটি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh