লালমনিরহাটে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ১০:০৩ এএম | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২, ১০:০৬ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

গতকাল বুধবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দোলাপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দোলাপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে মংগলু (৩৬) ও একই এলাকার হাফিজুর রহমানের ছেলে সাদিক (২২)।

বড়খাতা ইউনিয়ন পরিষদের ৭নং দোলাপাড়া ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১২টার পরে গরু পারাপারের জন্য ওই দুইজনসহ আরো কয়েকজন ব্যক্তি সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এসময়  বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে মংগলু ও সাদিকের ঘটনা স্থলেই মৃত্যু হয়। পরে সঙ্গীরা এলাকাবাসীর সহায়তায় তাদের লাশ নিয়ে এসে বাড়িতে পৌঁছে দেন।

নিহত সাদিকের চাচাতো ভাই হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের দুইজনের লাশ বাড়িতে নিয়ে আসা হয়েছে।

এ ব্যাপারে বিজিবি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেননি। তবে স্থানীয় ক্যাম্পের বিজিবি সদস্যরা জানিয়েছে বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানানো হবে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh