পুঠিয়ায় হেলমেট বাহিনীর হামলায় সংবাদকর্মীসহ আহত ৫

পুঠিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ০২:৫১ পিএম

হেলমেট বাহিনীর হামলায় ছদরুল ইসলাম। ছবি: পুঠিয়া প্রতিনিধি

হেলমেট বাহিনীর হামলায় ছদরুল ইসলাম। ছবি: পুঠিয়া প্রতিনিধি

ধাওয়া পাল্টা ধাওয়া মধ্যে দিয়ে চলছে রাজশাহীর পুঠিয়ায় দুটি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ। এদিকে অজ্ঞাত হেলমেট বাহিনীর সদস্যরা আতঙ্ক সৃষ্টি করতে রামদা দিয়ে কুপিয়ে পাঁচজনকে গুরুতর আহত করেছেন। আহতদের মধ্যে একজন সংবাদকর্মী রয়েছে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

আহতরা হচ্ছেন আলাউদ্দীন, ফকরুল ইসলাম, আবু তাহের, জামাল হোসেন ও সংবাদকর্মী  ছদরুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলার ভালুকগাছি ও শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ শুরু হয়।

এদিকে স্বতন্ত্রপ্রার্থীদের অভিযোগ ক্ষমতাসিন দলের প্রার্থীর লোকজন বুথে মধ্যে প্রভাব খাটাচ্ছে। আর কিছু লোকজন বিভিন্ন রাস্তা ও মোড়গুলোতে হেলমেট পড়ে অবস্থান করছে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে ভোটারদের বাধা দিচ্ছে। প্রার্থীরা বলছেন এ বিষয়ে নির্বাচন কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে অবহিত করেও কোনো সুরাহা হচ্ছে না।

ভালুকগাছি ইউনিয়নের বিএনপি সমর্থিত স্বতন্ত্রপ্রার্থী একরামূল হক বলেন, ভোর থেকেই ইউনিয়নের তেলিপাড়া, এসআরজি, ফুলবাড়ি, নন্দনপুরসহ ৫টি ভোট কেন্দ্র দখল নিয়েছে আওয়ামী লীগ সমর্থিত লোকজন। ভোটাররা কেন্দ্রে আসলেও তারা ভয় দেখিয়ে পছন্দের প্রার্থীর মার্কায় ভোট দিতে বাধ্য করছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবহিত করেও কোন প্রতিকার হচ্ছে না। তিনি বলেন, হেলমেট বাহিনীর লোকজন ধাকেড়াকুল এলাকায় রামদা দিয়ে কুপিয়ে ৫ জনকে আহত করেছেন। এর পর অনেক ভোটার ভয়ে আর আসতে চাচ্ছেন না।

শিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত স্বতন্ত্রপ্রার্থী আবু হায়াত বলেন, এই ইউনিয়নের বেশীর ভাগ কেন্দ্র আওয়ামী লীগ প্রার্থীর লোকজন দখল করেছে। আওয়ামী লীগ সমর্থিত দলীয় লোকজন ছাড়া কাউকে কেন্দ্রে আসতে দিচ্ছে না। এর মধ্যে কেও এলেও ভোটের বাটন টিপছে তাদের লোকজন।

তবে শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন মুকুল বলেন, ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। যারা কেন্দ্র দখলের অভিযোগ তুলেছেন সেটা মিথ্যা।

থানার ওসি সোহরাওয়াদী হোসেন বলেন, সকালের দিকে নির্বাচনী এলাকার কয়েকটি স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, নির্বাচনী এলাকায় দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এ বিষয়ে একজন চেয়ারম্যান প্রার্থী অভিযোগ দিয়েছেন। আমরা এ বিষয়টি তদারকি করছি। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh