ইজতেমার জন্য প্রস্তুত হচ্ছে তুরাগ তীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ০৭:০৭ পিএম

টঙ্গীর তুরাগ নদীর তীরে তাবু স্থাপনের কাজ করছেন মুসল্লিরা। ছবি: সংগৃহীত

টঙ্গীর তুরাগ নদীর তীরে তাবু স্থাপনের কাজ করছেন মুসল্লিরা। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। এবারো ছয়দিনে ইজতেমা অনুষ্ঠিত হবে। তাবলিগ জামায়াত আয়োজিত এই সমাবেশকে সফল ও সার্থক করতে বিশ্ব ইজতেমা ময়দানের প্রস্তুতির কাজ চলছে।

প্রস্তুতির অংশ হিসেবে ইজতেমা ময়দানের নিচু জমি ভরাট, সামিয়ানা টানানো, রাস্তাঘাট মেরামত ও পয়ঃনিষ্কাশনের কাজ চলছে দ্রুত গতিতে।

বিপুল সংখ্যক মানুষ গাজীপুর, ঢাকা ও আশপাশের এলাকা থেকে এসে স্বেচ্ছাশ্রমে অংশ নিয়েছেন। পাশাপাশি তাবলিগ জামায়াতের সাথীরাও যোগ দিয়েছেন। ইজতেমার শুরুর আগেই সব কাজ সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।

দুই বছর পর এবার দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং মাঝে চারদিন বিরতি দিয়ে ২০ থেকে ২২ জানুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh