শ্বশুর-শাশুড়িকে নির্যাতনের অভিযোগে পুত্রবধূ গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ১০:১৪ পিএম

নির্যাতনের শিকার বৃদ্ধ ইয়াদ আলী ও তার স্ত্রী। ছবি: প্রতিবেদক

নির্যাতনের শিকার বৃদ্ধ ইয়াদ আলী ও তার স্ত্রী। ছবি: প্রতিবেদক

জামালপুরের মেলান্দহে জমি লিখে নিয়ে বৃদ্ধ বাবা-মাকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় ছেলে ওমর ফারুক ও পুত্রবধূ মোর্শেদা বেগমের বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন বাবা ইয়াদ আলী। এই মামলায় ছেলের বউকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে পুত্রবধূ মোর্শেদা বেগমকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

মামলার বাদী বৃদ্ধ ইয়াদ আলী উপজেলার ঝাউগড়া ইউনিয়নের শেখ সাদী এলাকার বাসিন্দা।

মামলা ও পারিবারিক সূত্র জানায়, কিছুদিন আগে বৃদ্ধ ইয়াদ আলীর কাছ থেকে কৌশলে সম্পত্তি লিখে নেন তার ছেলে ওমর ফারুক। এরপর তিনি বৃদ্ধ বাবা-মাকে ভরণপোষণ না দিয়ে উল্টো তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করেন। একইসাথে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য চাপ দেন। বাধ্য হয়ে বৃদ্ধ ইয়াদ আলী গতকাল বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে ছেলে ওমর ফারুক ও পুত্রবধূ মোর্শেদা বেগমের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, মামলার পর পুলিশ অভিযান চালিয়ে পুত্রবধূকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। তবে ইয়াদ আলীর ছেলে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh