রাজপথে আ. লীগের সতর্ক অবস্থান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২২, ১২:৫৬ পিএম

রাস্তায় অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

রাস্তায় অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যর প্রতিবাদে রাজপথে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউতে দলের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা। 

এসময় নানক বলেন, আন্দোলন-সংগ্রামের নামে বিএনপি-জামায়াত যদি মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাদের কঠোর হস্তে দমন করা হবে। এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

সূত্র মতে, বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোটের আজকের গণমিছিলের বিপরীতে সতর্ক অবস্থানে থাকবে আওয়ামী লীগ। বেশ কয়েকটি স্থানে ক্ষমতাসীনরা অবস্থান করবেন। সেগুলো হলো- যাত্রাবাড়ী মোড়, ২৩ বঙ্গবন্ধু এভিনিউ, শ্যামলী ও মিরপুর-১০। এছাড়া রাজধানীর প্রতিটি ওয়ার্ডে নেতা-কর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিএনপির পূর্বঘোষিত গণমিছিলের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh