যুক্তরাজ্যে ব্যাকটেরিয়ার সংক্রমণে ৩০ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২২, ০৮:২৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ১৯ সেপ্টেম্বর থেকে অন্তত ৩০ শিশু ব্যাকটেরিয়ার সংক্রমণে মারা গেছে।

আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা (ইউকেএইচএসএ) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, স্ট্রেপ এ ব্যাকটেরিয়া সংক্রমণে ইংল্যান্ডে মোট ১২২ জন মারা গেছে। এদের মধ্যে ২৫ জনই ১৮ বছরের কম বয়সী। উত্তর আয়ারল্যান্ড এবং ওয়েলসে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার স্কটল্যান্ডে একই ব্যাকটেরিয়ার সংক্রমণের আরও দুই শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্কটল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগ।

স্ট্রেপ এ ব্যাকটেরিয়া ত্বকের সংক্রমণজনিত ঘা, স্কারলেট জ্বর এবং গলায় সংক্রমণ ঘটাতে পারে। অবশ্য বেশিরভাগ ক্ষেত্রেই এই ব্যাকটেরিয়ার সংক্রমণের উপসর্গগুলো তুলনামূলকভাবে মৃদু। তবে কখনও কখনও গ্রুপ এ স্ট্রেপ ব্যাকটেরিয়া প্রাণঘাতী সংক্রমণ (আইজিএএস) ঘটাতে পারে। এটি শরীরের প্রতিরক্ষার মধ্য দিয়ে যায় এবং এমন জায়গায় চলে যায় যা সাধারণত পাওয়া যায় না, যেমন-রক্ত, ফুসফুস বা পেশীতে। আইজিএএস-এর দুটি সবচেয়ে গুরুতর কিন্তু বিরল রূপ হল নেক্রোটাইজিং ফ্যাসাইটিস, যা ‘মাংস খাওয়ার রোগ’ নামেও পরিচিত এবং স্ট্রেপ্টোকোকাল টক্সিক শক সিন্ড্রোম যা নিম্ন রক্তচাপ এবং অঙ্গের ক্ষতি করতে পারে।

ইউকেএইচএসএ ১৯ সেপ্টেম্বর থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে এক থেকে চার বছর বয়সী শিশুদের মধ্যে ১৫১টি আইজিএএস আক্রান্তের তথ্য রেকর্ড করেছে। অথচ আইজিএএস সংক্রমণ বিরল ছিল এবং বেশিরভাগ ক্ষেত্রেই ৪৫ বছরের বেশি বয়সী ব্যক্তিরা আক্রান্ত হতেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh