শেষ পর্যন্ত প্রকাশ হলো ট্রাম্পের ট্যাক্স রিটার্ন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২২, ১০:২৪ পিএম | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২২, ১০:২৬ পিএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টি নিয়ন্ত্রিত হাউস অব রিপ্রেজেন্টেটিভসের একটি কমিটি রিপাবলিকানদের কাছ থেকে চেম্বারের দায়িত্ব নেওয়া আগে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছয় বছরের ট্যাক্স রিটার্ন প্রকাশ করেছে।

আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) এই রিটার্ন প্রকাশ করা হয়।

রিপাবলিকান পার্টির সাবেক এই প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতাদের দীর্ঘ দিনের লড়াইয়ের পর গত মাসে দেশটির সুপ্রিম কোর্টের মাধ্যমে বিষয়টির মীমাংসা হয়। যেখানে ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত ট্রাম্পের সম্পাদিত ট্যাক্স রিটার্ন প্রকাশ করা হয়েছে।

ঘটনাটি ৭৬ বছর বয়সী ট্রাম্পের জন্য সর্বশেষ ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। যিনি ডেমোক্র্যাটিক নেতৃত্বাধীন হাউসের মাধ্যমে দুবার অভিশংসিত হয়েছিলেন এবং প্রতিবারই মার্কিন সিনেটের মাধ্যমে রক্ষা পেয়েছেন।

সূত্র: বাসস

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh