টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩, ১২:২৮ পিএম | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩, ০১:৪১ পিএম

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ছবি: সংগৃহীত

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার (৬ জানুয়ারি) বেলা ১১টা ১০ মিনিটে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য ও মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন  প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের ব্যক্তিগত সফরে সকাল সোয়া ৮টায় গণভবন থেকে  সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন। পদ্মাসেতু পার হয়ে সকাল ১০টা ৫৫ মিনিটে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছান তিনি। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এদিকে বেলা ২টায় প্রধানমন্ত্রী সড়ক পথে টুঙ্গিপাড়া হতে খুলনা যাবেন। সেখানে নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সন্ধ্যায় আবারো টুঙ্গিপাড়ায় ফিরে আসবেন তিনি। সেথানে নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন শেখ হাসিনা।

সফরের দ্বিতীয় দিনে আগামীকাল শনিবার (৭ জানুয়ারি) বেলায় ১২টায় আওয়ামী লীগের পক্ষে দলের শীর্ষ নেতাদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন দলটির সভাপতি শেখ হাসিনা। সেখানে তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশগ্রহণ করবেন।

এদিন বেলা সাড়ে ১২টায় গোপালগঞ্জ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। বেলা ১টায় টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় যোগদান করবেন।

এরপর বেলা ২টায় আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের সাথে যৌথ সভায় অংশগ্রহণ শেখ হাসিনা। পরে সন্ধ্যায় সড়ক পথে টুঙ্গিপাড়া হতে ঢাকার গণভবনের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh