ভৈরবে লাইনচ্যুত ট্রেনের বগি, আহত ১৫

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩, ০২:০৩ পিএম

ইঞ্জিনের ধাক্কায় লাইনচ্যুত ট্রেনের বগি। ছবি: সংগৃহীত

ইঞ্জিনের ধাক্কায় লাইনচ্যুত ট্রেনের বগি। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে আন্তঃনগর ট্রেন এগারসিন্দুর ইঞ্জিনের ধাক্কায় একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। এ সময় আরো তিনটি বগির জানালার কাচ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ শুক্রবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে ট্রেনের ইঞ্জিন পরিবর্তনের সময় এ ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারসিন্ধুর প্রভাতি ট্রেনটি নির্ধারিত সময়ে ভৈরব স্টেশনে এসে পৌঁছায়। এরপর কিশোরগঞ্জ অভিমুখে যাত্রা শুরুর আগে ইঞ্জিন পাল্টানোর সময় অতিরিক্ত গতির কারণে বগিতে ধাক্কা লাগে।

এতে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ১৫ জন আহত হন। এ সময় আরো তিনটি বগির জানালার কাচ ভেঙে যায়।

ভৈরব স্টেশন মাস্টার মো. নুরুন্নবী জানান, ট্রেনটি যখন স্টেশনে পৌঁছায় তখন ইঞ্জিন পরিবর্তনের সময় জোরে একটি শব্দ হয়। পরে দেখা যায়, ইঞ্জিনের ধাক্কায় একটি বগি লাইনচ্যুত হয়েছে।

এদিকে দুর্ঘটনাকবলিত ট্রেনের বগি উদ্ধার ও মেরামতের জন্য আখাউড়া থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে বলে জানা গেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh