পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩, ০৪:১০ পিএম
পঞ্চগড় পৌর যুবদলের সদস্য সচিব নুর ইসলাম দিপু। ছবি: পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় পৌর যুবদলের সদস্য সচিব নুর ইসলাম দিপুকে (৩২) ছয় বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে জেলা শহরের তালমা এলাকার হিমালয় পার্কের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দিপু পুরাতন ক্যাম্প এলাকার মৃত দেলয়ার হোসেনের ছেলে।
গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রাতে টুনিরহাট এলাকা থেকে পঞ্চগড় শহরের দিকে আসছিলেন দিপু। খবর পেয়ে তালমা এলাকার অভিযান চালায় জেলা ডিবি পুলিশের একটি দল। এসময় ছয় বোতল ফেনসিডিলসহ দিপুকে গ্রেপ্তার করা হয়।