ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, সিকৃবিতে উত্তেজনা

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩, ০৪:৫৫ পিএম | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩, ০৪:৫৬ পিএম

আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (৬ জানুয়ারি) বেলা ৩টার দিক এ ঘটনা ঘটে। বিকেলে সংঘর্ষ থামলেও ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. এমদাদুল হোসেন আজ শুক্রবার বিকেলে কর্মী সভা ডেকেছিলেন। তবে সংগঠনটির অন্য একটি অংশ এর বিরোধীতা করে।

এ নিয়ে বিরোধের জেরে শুক্রবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে ৩টার দিকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এসময় অনেকের হাতে রড ও ধারালো অস্ত্র দেখা যায়। 

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও  সংঘর্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে পরিস্থিতি উত্তপ্ত থাকায়, ক্যাম্পাসের বাইরে অবস্থান নিয়েছে পুলিশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh