ডেঙ্গুতে আক্রান্ত আরো ৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩, ০৫:৩০ পিএম | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩, ০৫:৩৩ পিএম

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গুজ্বরে আক্রান্তরা। ছবি: সংগৃহীত

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গুজ্বরে আক্রান্তরা। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। একই সময়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আট জন। 

আজ শুক্রবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে তিন জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি পাঁচজন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ২১২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ৯৯ জন ঢাকার মধ্যে এবং ১১৩ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি ২০২৩ পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মোট ২১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১০৯ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১০৬ জন ডেঙ্গুরোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে তিনজন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে দুই জন ঢাকার বাসিন্দা, বাকি একজন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।

এছাড়া চলতি বছরে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh