মাইক্রোবাসে ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩, ০৭:২৭ পিএম

দুর্ঘটনার জেরে লোকজন মাইক্রোবাসটি আটক করে আগুন ধরিয়ে দেন। ছবি: পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

দুর্ঘটনার জেরে লোকজন মাইক্রোবাসটি আটক করে আগুন ধরিয়ে দেন। ছবি: পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল চালক বাচ্চু মিয়া (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। আজ শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে মহাসড়কের বিড়ালদহ এলাকায় এ ঘটনা ঘটে।

বাচ্চু মিয়া ওই এলাকার ইমরান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী মনির হোসেন বলেন, দুপুরের দিকে বাচ্চু মোটরসাইকেল নিয়ে মাজারে যাচ্ছিলেন। এসময় রাজশাহী থেকে নাটোরগামী একটি হাইএস মাইক্রোবাস তাকে সজরে ধাক্কা দেয়। এতে বাচ্চু ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকার লোকজন ধাওয়া করে মাইক্রোবাসটি আটক করে আগুন ধরিয়ে দেন। এসময় মাইক্রোতে থাকা সবাই পালিয়ে যান।

এ বিষয়ে পবা হাইওয়ে পুলিশ (শিবপুরহাট থানার) ওসি মোফাক্কারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার জেরে লোকজন গাড়িটিতে অগ্নিসংযোগ করে। এতে আগুনে পুরো গাড়ি পুড়ে যায়। এ কারণে সড়কে কিছু সময় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

তিনি আরো বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh