একসাথে ছয় বাচ্চা প্রসব করল ছাগী

পুঠিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩, ০৯:৫০ পিএম

একসাথে প্রসব করা ছাগীর ছয় বাচ্চা। ছবি: প্রতিবেদক

একসাথে প্রসব করা ছাগীর ছয় বাচ্চা। ছবি: প্রতিবেদক

রাজশাহীর পুঠিয়ায় এক টিন মিস্ত্রির বাড়িতে এক ছাগী ছয়টি বাচ্চা প্রসব করেছে। এতে তার ঘরের সবাই আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে।

গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) পুঠিয়া সদরের গণ্ডগোহালী গ্রামের টিন মিস্ত্রি হানিফ আলীর ছাগী এক সাথে ছয়টি বাচ্চা প্রসব করে।

হানিফ জানান, অভাবের সংসার তার। ঘরে টিন লাগানোর কাজ করেন তিনি। তার স্ত্রী একটি ছাগী পালন করে। বৃহস্পতিবার ওই ছাগী ছয়টি বাচ্চা প্রসব করেছে। এর মাঝে তিনটি ছাগল ও তিনটি ছাগীর বাচ্চা হয়েছে।

হানিফের স্ত্রী আমেনা বলেন, আমাদের দুই ছেলে মেয়ে। সংসারের কাজের পাশাপাশি ছাগীটি লালনপালন করেন তিনি। ছাগীটি দেশীয় জাতের। একসাথে ছয়টি বাচ্চা দেয়ার খবর শুনে অনেকেই দেখতে আসছে। আর আমরাও খুব খুশি হয়েছি।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh