যুদ্ধবিরতির মধ্যেও কিয়েভ-মস্কোর গোলাবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ১০:৫৩ এএম

রাশিয়ার যুদ্ধবিরতি ঘোষণা উপেক্ষা করে হামলা চালাচ্ছেন ইউক্রেনীয় সৈন্যরা। ছবি: এএফপি

রাশিয়ার যুদ্ধবিরতি ঘোষণা উপেক্ষা করে হামলা চালাচ্ছেন ইউক্রেনীয় সৈন্যরা। ছবি: এএফপি

অর্থোডক্স বড়দিন উপলক্ষে ইউক্রেনে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ঘোষিত যুদ্ধবিরতির মধ্যে গোলাবর্ষণের অভিযোগ উঠেছে উভয় দেশের পক্ষ থেকেই। 

আল জাজিরার এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের কয়েকটি এলাকায় গোলাবর্ষণের জন্য কিয়েভ ও মস্কোর কর্মকর্তারা একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপ করেছেন। এতে পুতিনের একতরফা যুদ্ধবিরতি হোঁচট খেয়েছে।

এদিকে ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার হামলায় খেরসনে এক উদ্ধারকর্মী নিহত হয়েছেন। অন্যদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় টিভি বলেছে, দোনেৎস্ক নগরীতে গোলাবর্ষণ চালিয়েছে ইউক্রেনীয় সৈন্যরা।

উল্লেখ্য, অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষে গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ইউক্রেনে একতরফাভাবে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির নির্দেশ দেন পুতিন। ইউক্রেনের স্থানীয় সময় শুক্রবার (৬ জানুয়ারি) ১২টা থেকে শনিবার (৭ জানুয়ারি) মধ্যরাত পর্যন্ত ৩৬ ঘণ্টার এই যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা।

তবে ঘোষিত হওয়ার পর পরই ইউক্রেন এই যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে। কিয়েভ এ যুদ্ধবিরতিকে রুশ সেনাদের সংগঠিত করার ফাঁদ হিসেবে উল্লেখ করেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh