ক্লাসের মধ্যেই শিক্ষককে গুলি করলো ৬ বছর বয়সী শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ১২:১০ পিএম

রিচনেক এলিমেন্টারি স্কুলের মূল ফটকের সামনে অভিভাবকরা ভিড় করেছেন। ছবি: এএপপি

রিচনেক এলিমেন্টারি স্কুলের মূল ফটকের সামনে অভিভাবকরা ভিড় করেছেন। ছবি: এএপপি

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে একটি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসে পাঠদানরত অবস্থায় শিক্ষককে গুলি করেছে মাত্র ছয় বছর বয়সী এক শিক্ষার্থী। গুলিবিদ্ধ ওই শিক্ষক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক।

গতকাল শুক্রবার (৬ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টার দিকে নিউপোর্ট নিউজ শহরের রিচনেক এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ওই শিক্ষক ছাড়া আর কোনো হতাহত হননি। তবে ঘটনাটি দুর্ঘটনামূলক ছিল না। গুলি চালানো শিশু শিক্ষার্থী তাদের হেফাজতে রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ প্রধান স্টিভ ড্রিও বলেন, গুলির ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেনি এ বিষয়ে পুলিশ নিশ্চিত। গুলিবিদ্ধ শিক্ষকের পরিচয় জানায়নি। তবে তার অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে শহরের স্কুলগুলোর তত্ত্বাবধায়ক জর্জ পারকার বলেন, আমি হতবাক এবং ভীষণভাবে মর্মাহত। ছোটদের হাতে যাতে আগ্নেয়াস্ত্র না যায় সেটা নিশ্চিত করতে আমাদের কমিউনিটির সমর্থন দরকার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh