একাধিক নতুন ফিচার নিয়ে এলো টেলিগ্রাম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ০২:২২ পিএম

টেলিগ্রামের লোগো। ছবি: সংগৃহীত

টেলিগ্রামের লোগো। ছবি: সংগৃহীত

টেলিগ্রাম ব্যবহারকারীদের জন্য সুখবর। মিডিয়া ফাইল হাইড, পরিচিত ব্যবহারকারীদের জন্য আলাদা প্রোফাইল পিকচারসহ চমকপ্রদ সব ফিচার নিয়ে এলো টেলিগ্রাম।

নতুন ফিচার গুলো হলো:

১. হিডেন মিডিয়া: হিডেন মিডিয়া ফিচারটি ব্যবহার করে বিভিন্ন ছবি ও ভিডিওগুলো অস্পষ্ট করা যাবে। এছাড়া ভাঙ্গা বানানও ঠিক করা যাবে। এটি ব্যবহার করার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে।

২. জিরো স্টোরেজ: নতুন এ ফিচারের ফলে ডিভাইসের কোনো জায়গা নষ্ট হবে না। অর্থাৎ টেলিগ্রামে আদান প্রদান করা কোনো মিডিয়া ফাইল ডিভাইসের স্টোর দখল করবে না। ফলে যখন দরকার ডাউনলোড করে নিতে পারবেন।

৩. ড্রয়িং টুলস: টেলিগ্রামের ড্রয়িং টুলস ব্যবহার করে এখন থেকে আরও নির্ভুল উপায় রং বাছাই করে অঙ্কন করা যাবে।

৪. প্রোফাইল পিকচার: প্রোফাইল পিকচার অপশনে ব্যক্তি চাইলে তার পরিচিত ব্যক্তিদের আলাদা প্রোফাইল ছবি ব্যবহার করতে পারবেন।

৫. গ্রুপ সদস্যদের লুকিয়ে রাখা: এ ফিচারের মাধ্যমে গ্রুপের সদস্যদের লুকিয়া বা হাইড করা যাবে। যেসব গ্রুপের সদস্য সংখ্যা ১০০ এর বেশি, সেসব গ্রুপে এই সুবিধা পাওয়া যাবে।

৬. অ্যানিমেটেড ইমোজি: টেলিগ্রামে সর্বশেষ নতুন ১০টি ইমোজি প্যাক যুক্ত করেছে। তবে এগুলো শুধুমাত্র টেলিগ্রাম প্রিমিয়াম ব্যবহারকারীরাই ব্যবহার করতে পারবেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh