১৪ বার ভোটে ব্যর্থ, ১৫ বারের মাথায় ন্যান্সির পদ পেলেন ম্যাকার্থি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ০৩:৩১ পিএম | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩, ০৩:৩৩ পিএম

 কেভিন ম্যাকার্থি। ছবি: এএফপি

কেভিন ম্যাকার্থি। ছবি: এএফপি

নাটকীয়তা শেষে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান দলের কেভিন ম্যাকার্থি। ভোটে ১৪ বার ব্যর্থ হওয়ার পর ১৫তম বারে গিয়ে ফলাফল মেলে। ডেমোক্রেটিক দলের স্পিকার ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হবেন রিপাবলিকান কেভিন ম্যাকার্থি। 

আজ শনিবার (৭ জানুয়ারি) সকালে যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের স্পিকারের ভোটের ফল প্রকাশ হওয়ার পর এসব তথ্য জানা গেছে।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়, ক্যাপিটাল হিলের প্রতিনিধি পরিষদের সভার একশ বছরের ইতিহাসে ১৫ বার ভোটের ঘটনা আগে কখনো ঘটেনি। ৪২৮ ভোটের মধ্যে কেভিন ম্যাকার্থি পেয়েছেন ২১৬ ভোট আর ডেমোক্র্যাট হাকিম জেফ্রিস পেয়েছেন ২১২ ভোট। 

প্রতিনিধি পরিষদকর্তা শেরিল জনসন বলেন, কেভিন ম্যাকার্থি সংখ্যাগরিষ্ঠ ভোটে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার নির্বাচিত হয়েছেন। এরপর রিপাবলিকান সদস্যরা দাঁড়িয়ে ম্যাকার্থিকে অভ্যর্থনা জানান। সবাই ‘ইউএসএ, ইউএসএ’ বলে স্লোগান দিতে থাকেন।

জয়ের পর তাৎক্ষণিক বক্তব্যে কেভিন ম্যাকার্থি বলেন, ‘আমার বাবা সবসময় আমাকে বলতেন, কীভাবে শুরু করলে তা বড় বিষয় নয়, শেষটা কেমন হলো সেটিই মুখ্য। এখন আমাদেরকে আমেরিকানদের জন্য শক্তপোক্ত একটা শেষ লড়াই করতে হবে।’

উল্লেখ্য, ১৫তম স্পিকার ভোটে ডেমোক্রেটিক দলের স্পিকার ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হবেন রিপাবলিকান কেভিন ম্যাকার্থি।

এরইমধ্যে ম্যাকার্থিকে অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমেরিকার জনগণ চায়, তাদের নেতারা এমনভাবে নেতৃত্ব দিক যেন তাদের প্রয়োজনটাই বাকি সবকিছুর ঊর্ধ্বে থাকে এবং এখন আমাদের সেটিই করণীয়।’

জো বাইডেন বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনের পর আমি বলেছিলাম, রিপাবলিকানদের সাথে কাজ করতে আমি প্রস্তুত। এখন হাউস অব রিপ্রেজেন্টেটিভস সেটি বেছে নিলো। সেই প্রক্রিয়া শুরু করার সময় এখন।’


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh