নড়াইলে ১৪ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ০৫:০১ পিএম

সুলতান মেলার উদ্বোধন অনুষ্ঠান। ছবি: নড়াইল প্রতিনিধি

সুলতান মেলার উদ্বোধন অনুষ্ঠান। ছবি: নড়াইল প্রতিনিধি

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে ১৪ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন করা হয়েছে। 

কনকনে শীতের মধ্যে আজ শনিবার (৭ জানুয়ারি) বিকেলে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার আব্দুর রশিদ। এছাড়া সুলতান সংগ্রহশালা চত্বর থেকে মেলার মাঠ পর্যন্ত শোভাযাত্রা বের করা হয়।  

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক রবিউল ইসলাম, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ডক্টর লুৎফর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম, জেলা অ্যাডজুট্যান্ট বিকাশ চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, বীরমুক্তিযোদ্ধা এস এ বাকি, অধ্যক্ষ রওশন আলী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটুসহ সুলতানপ্রেমীরা।

আগামী ২০ জানুয়ারি মেলা শেষ হবে। এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় বিভিন্ন পণ্যের ৯২টি স্টল বসেছে। চিত্রপ্রদর্শনীতে শিশুশিল্পীসহ দেশি-বিদেশি দেড় শতাধিক চিত্রশিল্পী অংশগ্রহণ করেছেন।

এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, ১৪দিনব্যাপী মেলায় চিত্রপ্রদর্শনী, চিত্রাঙ্কন, আবৃত্তি, সুলতানের জীবনাদর্শের উপর আলোচনা, লাঠিখেলাসহ বিভিন্ন গ্রামীণ খেলাধুলা ছাড়াও প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। ২০ জানুয়ারি সমাপনী দিনে দেশবরেণ্য একজন গুণী চিত্রশিল্পীকে ‘সুলতান স্বর্ণ পদক’ দেয়া হবে।

একুশে ও স্বাধীনতা পদকসহ একাধিক সম্মাননায় ভূষিত বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। শোকাবহ আগস্ট এবং বর্ষার প্রভাব থাকায় প্রতিবছর শীত মওসুমে সুলতান  মেলা অনুষ্ঠিত হয়ে থাকে।  

এদিকে, এস এম সুলতান ১৯৯৪ সালের ১০ অক্টোবর অসুস্থ অবস্থায় যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। সুলতানের বাসভবন চত্বরে তাকে দাফন করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh