১৭ জেলায় শৈত্যপ্রবাহ, থাকবে আরো দুদিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ০৫:১৭ পিএম | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩, ০৫:১৭ পিএম

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট। ছবি: সংগৃহীত

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট। ছবি: সংগৃহীত

দেশের ১৭ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা আরো ২ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সারা দেশে শৈত্যপ্রবাহের প্রভাব আরো বাড়তে পারে।

আজ শনিবার (৭ জানুয়ারি) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। এ ছাড়া সারাদেশে মাঝরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর মৌসুমী প্রতিবেদন বলছে, দেশের ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা ও বরিশাল জেলাসহ রাজশাীহ বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরো দুই দিন অব্যাহত থাকার পর প্রশমিত হতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, এই সময়ে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে বর্তমানে তাপমাত্রার এই পার্থক্যের কারণে দেশের উত্তর, উত্তর পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র শীত অনুভূত হচ্ছে।

আগামী ২৪ ঘণ্টায় মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই পরিস্থিতি আরো দুয়েকদিন অব্যাহত থাকতে পারে। তবে পরের পাঁচ দিনে তাপমাত্রা বাড়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে,উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh