চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ০৫:২৭ পিএম

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক। ছবি: গাজীপুর প্রতিনিধি

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক। ছবি: গাজীপুর প্রতিনিধি

বিসিএসসহ চাকরি ক্ষেত্রে মুক্তিযোদ্ধার কোঠা আরো বাড়ানোর জন্য কাজ করছে সরকার। তবে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।

আজ শ‌নিবার (৭ জানুয়ারি) দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন মন্ত্রী। 

জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে মেলায় বক্তব্য রাখেন বিজিএমএ সভাপতি ফারুক হোসেন, বঙ্গবন্ধুর ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহফুজুল ইসলামসহ অন‌্যান‌্যরা।

ঐতিহ্যবাহী রাজবাড়ি মাঠে আয়োজিত মেলায় বেক্সিমকো, স্কয়ার, নেসলে, ওয়ালটন, প্রাণ আরএফএল, বাটাসহ দেশসেরা ৪০টির মতো প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সকাল থেকে মেলা প্রাঙ্গণে দেখা গেছে চাকরি প্রার্থীদের ভিড়। নতুন চাকরির আশায় জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন তারা।

এ দিকে জেলার বেকার যুবকদের পাশে দাঁড়াতে মেলায় অংশ নিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh