শার্শা সীমান্তে ১ কোটি ৫০ লাখ টাকার স্বর্ণ জব্দ

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ০৫:৫৩ পিএম

জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৯৮৩ গ্রাম। ছবি: বেনাপোল প্রতিনিধি

জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৯৮৩ গ্রাম। ছবি: বেনাপোল প্রতিনিধি

ভারতে পাচারের সময় যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ১৭ পিস স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আজ শনিবার (৭ জানুয়ারি) সকালে পাঁচভূলট সীমান্ত এলাকা থেকে এ স্বর্ণের চালান জব্দ করা হয়। 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে স্বর্ণ পাচারকারীর দল স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে পাঁচভূলট সীমান্ত এলাকায় অবস্থান করছে। এমন খবরে বিজিবির একটি অভিযানিক দল ওই এলাকায় অবস্থান করে। এসময় শাহ আলম (৪২) ও রিয়াজুল ইসলামকে (৪০) সন্দেহ হলে থামতে বলা হয়। এসময় তাদের হাতে থাকা কাগজের ব্যাগ ফেলে তারা কৌশলে পালিয়ে যান। পরে ওই ব্যাগের মধ্যে তল্লাশি করে ১৭ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। তবে কাউকে আটক যায়নি। 

জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৯৮৩ গ্রাম। যার বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা বলে জানায় বিজিবি।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তানভীর রহমান জানান, পলাতক দুই পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে শার্শা থানায় একটি মামলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh