২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২৭ রোগী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ০৬:৫২ পিএম

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী। ছবি: ফাইল

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী। ছবি: ফাইল

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৪ জন এবং ঢাকার বাইরে ১৩ জন রোগী। তবে এ সময়ে মশাবাহিত এ রোগে কেউ মারা যায়নি।

আজ শনিবার (৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ২০২ জন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৯৪ জন। অন্যান্য বিভাগে ভর্তি রোগী ১০৮ জন।

গত ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত মোট ভর্তি রোগী ২৪২ জন। এর মধ্যে ঢাকায় মোট ভর্তি রোগী ১২৩ জন। ঢাকার বাইরে ভর্তি রোগী ১১৯ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh