বিমানবন্দরে বিপুল ইয়াবাসহ সৌদি প্রবাসী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ০৯:০০ পিএম

 ১৫ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার। ছবি: সংগৃহীত

১৫ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার। ছবি: সংগৃহীত

হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মো. রুবেল নামে এক সৌদি প্রবাসীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

 আজ শনিবার (৭ জানুয়ারি) বিকেলে শাহজালাল বিমানবন্দরের বর্হিগমন টার্মিনালের ১ নম্বর হেভি লাগেজ গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক মো. রুবেলের বাড়ি চাঁদপুর। তিনি দীর্ঘ ৬ বছর ধরে সৌদি আরবে একটি ফুড ডেলিভারি প্রতিষ্ঠানে কাজ করেন।

বিমানবন্দরে আসার পর তার আচরণ সন্দেহজনক মনে হলে এপিবিএনের গোয়েন্দা সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে এবং অফিসে এনে তার লাগেজের ভেতর থেকে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১৫ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে।

তিনি আরো জানান, সৌদি প্রবাসী রুবেল একজন টিকটকার। টিকটক করার সুবাদে সৌদিতে আব্দুল্লাহ আল মামুন নামে এক প্রবাসীর সঙ্গে তার পরিচয় হয়। তিনিই মূলত ইয়াবাগুলো বহন করার জন্য প্রবাসী রুবেলকে ৩ লাখ টাকা দিতে চান। আর সেই টাকার লোভে অভিযুক্ত রুবেল মামুনের বলে দেওয়া পন্থায় ইয়াবাগুলো সংগ্রহ করেন এবং সৌদি আরবে নিয়ে যাচ্ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh