উখিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রোহিঙ্গা নেতা নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ১০:৪৯ পিএম | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩, ১০:৫২ পিএম

হত্যা। ছবি: প্রতীকী

হত্যা। ছবি: প্রতীকী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা নেতা (মাঝি) নিহত হয়েছেন। আজ শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা নেতার নাম মোহাম্মদ রফিক, তিনি ১৫ নম্বর ক্যাম্পের প্রধান ছিলেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে  কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরো জানিয়েছেন, হত্যাকাণ্ডের পরপরই দুর্বৃত্তদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান শুরু করেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh