সবার সামনে প্যান্ট ভিজিয়ে দিলেন প্রেসিডেন্ট, অতঃপর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ১১:৩৩ পিএম

প্যান্টে প্রস্রাব করার সময় দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট। ছবি: সংগৃহীত

প্যান্টে প্রস্রাব করার সময় দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট। ছবি: সংগৃহীত

একটি অনুষ্ঠানে জাতীয় সংগীত বাজার সময় বুকে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা দক্ষিণ সুদানের প্রেসিডেন্টের প্যান্ট ভিজে যাওয়ার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর দেশটির ছয় সংবাদিককে গ্রেপ্তার করা হয়। খবর দ্য গার্ডিয়ানের।

গত ডিসেম্বর মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, লাঠিভর দিয়ে দাঁড়িয়ে থাকা প্রেসিডেন্ট সালভা কি প্রস্রাব চেপে রাখতে পারেননি।

প্রেসিডেন্টের প্যান্টে প্রস্রাব করে দেওয়ার ভিডিও ফাঁস করে দেওয়ার দায়ে গ্রেপ্তার সাংবাদিকদের সবাই সাউথ সুদানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের কর্মী।

এ সপ্তাহে তাদের গ্রেপ্তার করা হয় জানিয়ে তাদের মুক্তি দাবি করেছে দ্য কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।

দ্য সাউথ সুদান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এসএসবিসি) দাবি, তারা কখনোই ওই ভিডিও সম্প্রচার করেনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh