পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩, ১০:০০ এএম

পাটুরিয়া ফেরিঘাট। ছবি: সংগৃহীত

পাটুরিয়া ফেরিঘাট। ছবি: সংগৃহীত

প্রায় ১১ ঘণ্টা পর ঘন কুয়াশা কেটে যাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের আরিচা থেকে পাবনার কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।

আজ রবিবার (৮ জানুয়ারি) সকাল ৯টায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ও সকাল ৯টা ১০ মিনিটে আরিচা-কাজিরহাটের মধ্যে ফেরি চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাটের মধ্যে ফেরি চলাচল প্রায় ১১ ঘণ্টা বন্ধ ছিল। একই কারণে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল প্রায় ১০ ঘণ্টা থাকে।

শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, নৌপথে দুর্ঘটনা এড়াতে, গতকাল শনিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয় রাত সাড়ে ৯টা থেকে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh