রাজধানীর আরো ১৫ পরিবহনে চালু হচ্ছে ই-টিকিটিং

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩, ০৩:৩৫ পিএম

বাসে যাত্রীদের ই-টিকিটি প্রদান করছেন বাসের কন্ডাক্টর। ছবি: সংগৃহীত

বাসে যাত্রীদের ই-টিকিটি প্রদান করছেন বাসের কন্ডাক্টর। ছবি: সংগৃহীত

রাজধানীবাসীর গণযোগাযোগের জন্য একমাত্র ভরসা বাস। ঢাকা দাপিয়ে বেড়ানো কয়েকটি পরিবহনের বাসে ই-টিকিটিং ব্যবস্থা চালু হয়েছে। প্রথম পর্যায়ে সেগুলো চালু করা হয়। এবার দ্বিতীয় পর্যায়ে শহরের বেশ কয়েকটি রুটে আরো ১৫টি বাসে ই-টিকিটিং ব্যবস্থা শুরু করতে যাচ্ছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

আগামীকাল সোমবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় এ বিষয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ রবিবার (৮ জানুয়ারি) দুপুরে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকারের স্বাক্ষরিত এক আমন্ত্রণ পত্রে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, মোহাম্মদপুর, মিরপুর, গুলিস্তান ও আজিমপুর অঞ্চলের ১৫টি পরিবহন কোম্পানিতে এই ই-টিকিটিং ব্যবস্থা চালু করতে যাচ্ছে ঢাকার পরিবহন মালিকদের এই সমিতি। এ বিষয়ে পরিবহন মালিকরা সমিতির সিদ্ধান্তে একমত হয়েছেন।

সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা মহানগরীতে দ্বিতীয় পর্বে ১৫টি পরিবহন কোম্পানিতে ই-টিকিটিং চালুর বিষয় সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ উপস্থিত থাকবেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh