কাস্টমসে ১৬৫ জনের পদোন্নতি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ০৪:২৩ পিএম

জাতীয় রাজস্ব বোর্ডের লোগো। ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের লোগো। ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক কাস্টমস বিভাগের ১৬৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে ‘রাজস্ব কর্মকর্তা’ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের উপসচিব কে এম আলমগীর কবীর এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করেছেন। 

আজ সোমবার (৯ জানুয়ারি) এনবিআর পরিচালক (জনংযোগ) সৈয়দ এ মুমেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তাদের রাজস্ব কর্মকর্তা পদে পদোন্নতি দেওয়া হলো। পদোন্নতিপ্রাপ্তদের চলতি দায়িত্ব হিসাবে স্ব স্ব কর্মস্থলেই রাখা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

এর আগে সদ্য সমাপ্ত ২০২২ সালের শেষে দিকে ১৫৮ জন কর্মকর্তাকে রাজস্ব কর্মকর্তা পদে পদোন্নতি দিয়েছিল এনবিআর।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh