নতুন বছরে টানা ১০ দিনে করোনায় মৃত্যু নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০৫:৩১ পিএম | আপডেট: ১০ জানুয়ারি ২০২৩, ০৫:৩৫ পিএম

কোভিড-১৯ টেস্ট কিট। ছবি: সংগৃহীত

কোভিড-১৯ টেস্ট কিট। ছবি: সংগৃহীত

নতুন বছরের প্রথম দশম দিনে দেশে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এদিকে সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২১ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন।

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তর জানায়, আজ মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৬৩টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ২১ জন রোগী শনাক্ত হয়। এতে দিনে শনাক্তের হার হয়েছে ০ দশমিক ৫৬ শতাংশ হয়েছে, যা আগের দিন ০ দশমিক ৭২ শতাংশ ছিল।

সর্বশেষ বছরের প্রথম দিন একজন কোভিড রোগীর মৃত্যুর খবর এসেছিল। তারপর আট দিনে নতুন কারো মৃত্যু হয়নি এ ভাইরাসে।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৩০৫ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ৪৪০ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১৩২ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৮ হাজার ৮৪৬ জন।

উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh